যে ফুল পঁচা লাশের গন্ধ ছড়ায়!
যে ফুল পঁচা লাশের গন্ধ ছড়ায়!
ফুল শব্দটি শুনলেই সুঘ্রাণের কথা মাথায় আসে। তাইতো সবাই কমবেশি ফুল পছন্দ করেন। ফুলের সুঘ্রাণ মানুষকে আকৃষ্ট করে। কিন্তু সব ফুলই কি সুঘ্রাণ ছড়ায়? এমন ফুলও রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে না, বরং এর উৎকট পঁচা গন্ধের কারণে মানুষ এই ফুলের ত্রিসীমানাও ঘেঁষতে চায় না। এর নাম ‘মৃতদেহ ফুল’।
যদিও উদ্ভিদ বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন Amorphophallus titanium. ফুলটি প্রস্ফুটনের সময় মৃতদেহের ন্যায় উৎকট পঁচা গন্ধ ছড়ায় বলে ‘মৃতদেহ ফুল’ নামেই এটি বেশি পরিচিত।
তবে আশ্চর্যের বিষয় হলো,ফুলটি সন্ধ্যা থেকে গন্ধ ছড়াতে শুরু করে। সারারাত তা ছড়ায়, আর ভোর হলেই বন্ধ করে দেয় গন্ধ ছড়ানো। এভাবে মাত্র ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পরাগ রেনু ছড়ায় ফুলটি। এরপর নষ্ট হয়ে যায়।