পয়ঃনিষ্কাশনে বিশ্বব্যাংকের ১০ কোটি ডলার ঋণ

পয়ঃনিষ্কাশনে বিশ্বব্যাংকের ১০ কোটি ডলার ঋণ

ছবি:সংগৃহীত

দেশের ৩০টি পৌরসভার সুপেয় পানি সরবরাহ এবং উন্নত পয়ঃনিষ্কাশন ও সেবার ক্ষমতা বৃদ্ধিতে বিশ্বব্যাংক ১০ কোটি ডলার দিচ্ছে। ৩০ বছরে নির্ধারিত সুদসহ এই টাকা ফেরত দিতে হবে।

আজ শেরেবাংলা নগরস্থ এনইসি-২ সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের ইআরডি সচিব মনোয়ার আহমেদ এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারচি মিয়ানং টেমবন চুক্তিতে সই করেন।

জানা যায়, মোট প্রকল্প ব্যয় ২০৯.৫৩ মিলিয়ন ডলার। এর মধ্যে বিশ্বব্যাংক দিচ্ছে ১০০ মিলিয়ন, এআইআইবি দেবে ১০০ মিলিয়ন ডলার। বাকিটা সরকারের। ঋণের বিপরীতে ছাড়কৃত অর্থের উপর ০.৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ, ১.২৫ শতাংশ হারে সুদ দিতে হবে।