কোভিডের কারণে মানুষের গড় আয়ু উদ্বেগজনক ভাবে কমেছে : অক্সফোর্ড

কোভিডের কারণে মানুষের গড় আয়ু উদ্বেগজনক ভাবে কমেছে : অক্সফোর্ড

কোভিডের কারণে মানুষের গড় আয়ু উদ্বেগজনক ভাবে কমেছে : অক্সফোর্ড

করোনা ২০২০ সালে  বিশ্বজুড়ে একাধিক দেশের মানুষের গড় আয়ু কমেছে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবার প্রথম, যখন ব্যাপক কমেছে মানুষের গড় আয়ু। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় সম্প্রতি এই তথ্য হাতে এসেছে। মার্কিন পুরুষদের গড় আয়ু কমেছে প্রায় দুই বছর। পাশাপাশি ইউরোপিয়ান দেশগুলো এবং দক্ষিণ আমেরিকার একাধিক দেশে কোভিডের প্রভাবে কমেছে গড় আয়ু। মোট ২৯টি দেশে সমীক্ষা চালিয়েছিল অক্সফোর্ড।

২২টি দেশ থেকেই এই দাবির স্বপক্ষে হাতে প্রমাণ পেয়েছে ওই বিশ্ববিদ্যালয়।  ২০১৯-এর তুল্যমূল্য বিচারে এই সমীক্ষা চালানো হয়েছিল। দেখা গিয়েছে, ২০২০ সালে করোনার প্রকোপে মানুষের গড় আয়ু উদ্বেগজনক ভাবে হ্রাস পেয়েছে। এখনও পর্যন্ত করোনার কারণে গোটা বিশ্বে ৫০ লক্ষ মানুষের মৃত্যুর খবর মিলেছে। সেই মৃত্যুকেও এই সমীক্ষার আওতাধীন করেছে বিশ্ববিদ্যালয়। এদিকে, প্রায় ২ বছর ধরে করোনার সঙ্গে লড়ছে গোটা বিশ্ব।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস