বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানী রফতানী বাণিজ্য বন্ধ

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানী রফতানী বাণিজ্য বন্ধ

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানী রফতানী বাণিজ্য বন্ধ

ভারতের অহিংস আন্দোলনের প্রবর্তক ও শান্তিকামী নেতা মোহন দাস করম চাঁদ  গান্ধীর( মহাত্মা গান্ধীর) ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ওপারে ছুটি থাকায় আজ শনিবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দু দেশের মধ্যে সকল ধরণের আমদানী রফতানী বাণিজ্য বন্ধ রয়েছে। আমদানী রফতানী বন্ধ থাকায় দু দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্য বোঝাই ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রফতানী মুখি গার্মেন্টস শিল্পের কাঁচামাল।

পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, আমাদের ভারতের অহিংস আন্দোলনের প্রবর্তক ও শান্তিকামী নেতা মোহন দাস করম চাঁদ  গান্ধীর(মহাত্মা গান্ধীর) ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারী ছুটি থাকায় বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানী রফতানী বাণিজ্য বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে আমদানী রফতানী বাণিজ্য স্বাভাবিক গতিতে চলবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ভারতের শান্তিকামী নেতা মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেদেশে সরকারী ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আজ শনিবার সকাল থেকে আমদানী রফতানী বাণিজ্য বন্ধ রয়েছে।  শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ মাছ ভারতে রফতানী হচ্ছে। তবে বেনাপোল বন্দরের লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক আছে।  

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহম্মেদ জানান, দু'দেশের মধ্যে আমদানী রফতানী বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক  রয়েছে।