জায়েদ স্টেডিয়ামে দর্শক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত

জায়েদ স্টেডিয়ামে দর্শক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ধারন ক্ষমতার ৭০ শতাংশ প্রবেশের অনুমতি দিয়েছে আবু ধাবি স্পোর্টস কাউন্সিল।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ধারন ক্ষমতার  ৭০ শতাংশ প্রবেশের অনুমতি দিয়েছে আবু ধাবি স্পোর্টস কাউন্সিল। মোট দশ হাজারের বেশি দর্শক শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে পারবেন। বিশ্বকাপে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন আবুধাবি স্পোর্টস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি আরেফ আল আওয়ানি।
বিশ্বকাপের ম্যাচে মাঠে দর্শক প্রবেশের বিষয়টি আগেই নিশ্চিত করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এজন্য গত রোববার থেকে টিকিট বিক্রিও শুরু করে আইসিসি। এবার শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দর্শক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
আওয়ানি বলেন, ‘আবু ধাবিতে বিশ্বকাপের মতো জাঁকজমকপূর্ণ আসর আয়োজন করাতে পারা আনন্দের। সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা খেলাধুলার ইভেন্টগুলির মধ্যে  এটি হবে একটি ।’
তিনি আরও বলেন, ‘ইন্টারন্যাশনল ক্রিকেট কাউন্সিল (আইসিসি )এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ধন্যবাদ জানাই আমাদেও ওপড়র আস্থা রাখার জন্য।
আবু ধাবি ক্রিকেটের প্রধান নির্বাহি ম্যাট বাউচার বলেন, ‘আমরা মহামারী শুরুর পর থেকে নিরাপদে ৮৭টি আইসিসি স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিশ্বের সেরা খেলোয়াড়দের স্বাগত জানাতে আমাদের তর সইছে না।’
দর্শকদের উপস্থিতিতেই  বর্তমানে আরব আমিরাতে চলছে আইপিএল। 
স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রান্ত ছয়টি বিধিমালা অনুসরণ করতে হবে দর্শকদের।

সূত্র: বাসস