আনন্দ-উচ্ছ্বাসে হলে ফিরলেন ইবি শিক্ষার্থীরা

আনন্দ-উচ্ছ্বাসে হলে ফিরলেন ইবি শিক্ষার্থীরা

আনন্দ-উচ্ছ্বাসে হলে ফিরলেন ইবি শিক্ষার্থীরা

দীর্ঘ দেড় বছর প্রতীক্ষার পর আবাসিক হলে ফিরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার সকাল ৯টা থেকে হলগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় হলে উঠতে আসা শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় প্রশাসন। শিক্ষার্থীরাও দীর্ঘদিন পর হলে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সকালে শিক্ষার্থীদের হাতে ফুল, চকলেট, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন তাঁর সঙ্গে ছিলেন।

স্বাস্থ্যবিধি মেনে লম্বা লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা হলে প্রবেশ করে। দীর্ঘদিন পর হলে ফেরার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা। দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী সারমিন সুলতানা বলেন, ‘হলে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। দেড় বছর এই দিনের অপেক্ষায় ছিলাম। অবশেষে অবসান হলো।’

এ দিকে, শিক্ষার্থীদের দীর্ঘদিন পর হলে দেখতে পেয়ে খুশী হল প্রশাসনও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘এতদিন পর শিক্ষার্থীদের কাছে পেয়েছি এর থেকে আনন্দের কিছু হতে পারেনা। তাদেরকে রক্ষণাবেক্ষণ করাই এখন আমার প্রধান কাজ।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘এতদিন পর হল খুলতে পেরে শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও খুব আনন্দিত। নিরাপদ থাকতে শিক্ষার্থীদেকে স্বাস্থ্য সচেতন হতে হবে।’