কাশ্মীরে বন্দুকধারীদের সাথে সংঘর্ষে ৫ ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে বন্দুকধারীদের সাথে সংঘর্ষে ৫ ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে বন্দুকধারীদের সাথে সংঘর্ষে ৫ ভারতীয় সেনা নিহত

ভারতশাসিত কাশ্মীরে বন্দুকধারীদের সাথে সংঘর্ষে ভারতীয় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে। এর মধ্যে চার সেনা জওয়ান এবং একজন জুনিয়র কমিশনড অফিসার। সোমবার পুঞ্চ জেলার দেহরা কি গলি অঞ্চলে এ সংঘর্ষ হয়।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানান, ‘পুঞ্চের দেহরা কি গলি অঞ্চলের সুরানকোট গ্রামে উগ্রবাদীদের অনুপ্রবেশের খবর পায় নিরাপত্তাবাহিনী। এরপরই সেখানে অভিযান চালায় সেনা ও পুলিশ। সেই সময় যৌথ বাহিনীর উপর উগ্রবাদীরা পাল্টা হামলা চালায়। এতেই গুরুতর আহত হন সেনাবাহিনীর পাঁচ সদস্য। আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মধ্যে চারজন সেনা জওয়ান ও একজন জুনিয়র কমিশনড অফিসার।’

এরমধ্যেই পুঞ্চ জেলারই মুঘল রোডের কাছে চামরের অরণ্যেও সেনাবাহিনী ও বন্দুকধারীদের মধ্যে গুলির সংঘর্ষ হয়। মনে করা হচ্ছে, সেখানে তিন থেকে চারজন বন্দুকধারী আটকে রয়েছে। চিরুনি তল্লাশির জন্য চামরের অরণ্যে আরো পুলিশ ও সেনা মোতায়ের করা হয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস