বাংলাদেশের সামনে ১৭৮ রানের টার্গেট

বাংলাদেশের সামনে ১৭৮ রানের টার্গেট

বাংলাদেশের সামনে ১৭৮ রানের টার্গেট-

আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরের আগে নিজেরদের কে ঝালিয়ে নিতে মাঠে নেমেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।  বাংলাদেশের সামনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয়ের জন্য ১৭৮ রানের বড় টার্গেট দিয়েছে আয়ার‌ল্যান্ড। 

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের নার্সারি টুতে বেলা ১২টায়  শুরু হয় ম্যাচটি । টসে হেরে প্রথমে ফিল্ডিংএ নামে বাংলাদেশ । প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মত এ ম্যাচেও দরকে নেতৃত্ব দিচ্ছে লিটন কুমার দাস।

প্রথমে ব্যাটিং করে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানের বড় সংগ্রহ গড়েছে আয়ারল্যান্ড।

টস জেতা দলটির হয়ে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের বড় পরীক্ষা নিয়েছেন গ্যারেথ ডিলানি। তিনে নেমে তিনি খেলেছেন অপরাজিত ৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস।