টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।ওমানের আমেরাত স্টেডিয়ামে রোববার টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তার মানে আগে বোলিং করতে হবে মুস্তাফিজদের।

রান আসার উইকেট। তারপরও টস জিতে কেন বোলিং। মাহমুদউল্লাহ বলেন, ‘এই উইকেটে রান ভালোই আসবে। তবে আমরা চেজ করে জিততে চাই। কারণ শেষের দিকে শিশিরের ঝামেলা রয়েছে।’

প্রথমবারের মতো বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশ এর আগে একবারই মুখোমুখি হয়েছিল স্কটিশদের। সেই ম্যাচে জয়ী দলের নাম স্কটল্যান্ড। এবার জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে পারলে প্রতিশোধটাও নিতে পারবে টাইগাররা।

যদিও স্কটল্যান্ডের কোচ খুব একটা পাত্তা দিচ্ছেন না বাংলাদেশকে। বি গ্রুপের বাকি দুই দল ওমান ও পাপুয়া নিউগিনির কাতারেই তিনি ফেলেছেন বাংলাদেশকে। জয় দিয়ে শুরু করতে পারলে মোক্ষম জবাবটা দিতে পারবে টাইগাররা।

বাংলাদেশ দল : মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।