বিশ্বে দৈনিক মৃত্যু-শনাক্ত কমেছে

বিশ্বে দৈনিক মৃত্যু-শনাক্ত কমেছে

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় ৪ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ১ হাজার ১০০ জন। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ৩৫৬ জনের শরীরে। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৪১ হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারস-এর সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৯ লাখ ১৪ হাজার ৯২ জনে এবং শনাক্ত ২৪ কোটি ১৪ লাখ ৭১ হাজার ৫৫৯ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৫ হাজার ১৪০ জন রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৭ জনের।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশি ভারত। প্রাণহানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।