সিরিয়ায় বাসে বোমা হামলায় ১৩ সেনা নিহত

সিরিয়ায় বাসে বোমা হামলায় ১৩ সেনা নিহত

ছবি : সংগৃহীত

সিরিয়ায় একটি বাসে বোমা হামলার ঘটনায় অন্তত ১৩ জন সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় বুধবার (২০ অক্টোবর) সকালে দেশটির রাজধানী দামেস্কে এ হামলার ঘটনা ঘটেছে। খবর আলজাজিরা

হতাহতের শিকার হওয়া ওই সেনা সদস্যরা একটি বাসে করে যাচ্ছিলেন। পথেই রাস্তার পাশে থাকা দুটি বোমা বিস্ফোরিত হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক কর্মকর্তাদের বহনকারী ওই বাসের কাছে দুটি বোমা বিস্ফোরিত হয়। কর্মস্থল ও স্কুল-কলেজে যাওয়ার সময় ব্যস্ত রাস্তায় হামলাটি চালানো হলে হতাহতের এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক কর্মকর্তাদের বহনকারী বাসটি দামেস্কের হাফেজ আল-আসাদ সেতুর ওপর যেতেই দুটি বোমা বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে একটি বোমা অবিস্ফোরিত রয়ে যায়। সেনা প্রকৌশলীরা সেটি নিষ্ক্রিয় করেছেন।

কোনো দল বা গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার করেনি। তবে এতে জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত থাকতে পারে বলেই ধারণা করা হচ্ছে।