সোমবার মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

সোমবার মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ,  ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

সোমবার মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা আগামীকাল সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে। প্রজনন মৌসুমে ইলিশের বংশবিস্তার নির্বিঘ্ন করতে গত ৪ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়।

এদিকে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরপরই উপকূলের জেলেরা নদী ও সাগরে ইলিশ ধরতে নামার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে জেলেরা জাল, ট্রলার মেরামতসহ সব রকমের কাজ শেষ করেছেন। ট্রলারগুলোতে বাজারসওদা করে ফেলেছেন। এখন ট্রলারের খন্দলে বরফ নেওয়ার পালা। আগামীকাল রাত ১২টার পরই জেলেরা পুরোদমে নদী ও সাগরের উদ্দেশে নৌকা ভাসাবেন।

বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলার বিভিন্ন মৎস্যবন্দরে জেলেরা অপেক্ষায় আছেন নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার। বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের নাইয়াবাড়ি গ্রামটি জেলে–অধ্যুষিত। ওই গ্রামে গিয়ে দেখা যায়, জেলেরা বাড়ির উঠান ও রাস্তার পাশের খোলা স্থানে জাল মেরামত করছেন। কেউ জাল গোছগাছ করছেন। আবার কেউ নৌকায় মেরামত শেষে নদীতে নামাচ্ছেন।

জেলেরা জানান, এখন নদীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। দেনা করে জাল কিনেছি। আশার করছি, গত কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারব।

নিষেধাজ্ঞাকালীন জেলার নিবন্ধিত এক লাখ ৩২ হাজার জেলেকে ২০ কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে সরকার।