প্রধানমন্ত্রীকে নিয়ে 'অবমাননাকর পোস্ট' করায় শিক্ষক কারাগারে

প্রধানমন্ত্রীকে নিয়ে 'অবমাননাকর পোস্ট' করায় শিক্ষক কারাগারে

প্রধানমন্ত্রীকে নিয়ে 'অবমাননাকর পোস্ট' করায় শিক্ষক কারাগারে

ফেসবুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি 'অবমাননাকর' পোস্ট শেয়ার করার অভিযোগে কিশোরগঞ্জের একজন কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকা থেকে রুহুল আমিন নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন হোসেনপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান।

রুহুল আমিন কিশোরগঞ্জের হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজের একজন প্রভাষক।মি. রহমান বিবিসি বাংলাকে বলেছেন, ''১৪ই অক্টোবর ফেসবুকের একটি আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অবমাননাকর পোস্ট দেয়া হয়। ওই প্রভাষক পোস্টটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। এরপর বিষয়টি ইউএনও মহোদয়ের নজরে এলে তিনি আমাদের জানান। তারপর আমরা তদন্ত করে গতকাল রাতে তাকে আখড়াবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছি। ''

পরে তার বিরুদ্ধে হোসেনরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয় এবং তাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।রবিবার সকালে মি. আমিনকে আদালতে নেয়া হয়েছে।

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে এর আগেও প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনা ঘটে।

২০১৩ সালে ফেসবুক ব্যবহার করে প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ায় বুয়েটের  একজন শিক্ষকের সাত বছরের কারাদণ্ড হয়।

সূত্র : বিবিসি