জয়পুরহাটে ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

জয়পুরহাটে ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ছবি : সংগৃহীত

জেলায় মঙ্গলবার সকালে ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দসহ  ৪ জেলের ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মোনাব্বর হোসেন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সঙ্গে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার। মৎস্য সংরক্ষণের জন্য ক্ষতিকর কারেন্ট জাল সংরক্ষণ ও সদর উপজেলার দূর্গাদহ বাজার এলাকায় মঙ্গলবার বেলা ১১ টার সময় মাছ শিকার ও বিক্রি করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ভ্রাম্যামাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় অবৈধ ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ আসলাম হোসেন (৪১), পিন্টু কুমার দাস (২৪), সুশীল মন্ডল (৪৯) ও আশিক মাহমুদ (২৫) কে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই চার জনের মোট ২৩ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দ ১১ হাজার মিটার কারেন্ট জাল সকলের উপস্থিতিতে আগুনে পোড়ানো হয় বলে জানায় র‌্যাব।
 

সূত্র: বাসস