এবার পাকিস্তানের নিউজিল্যান্ড বধ

এবার পাকিস্তানের নিউজিল্যান্ড বধ

সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম ম্যাচে ভারতকে উড়িয়ে দেওয়ার পর এবার মঙ্গলবার (২৬ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল পাকিস্তান পাকিস্তান। এদিন, টস জিতে কিউয়িদের প্রথমে ব্যাট করতে পাঠান বাবর আজম। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৮ উইকেটে ১৩৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ৮ বল বাকি থাকতেই। 

শুরুতে বেশ বিপাকে পড়ে গিয়েছিল পাকিস্তান। একটা সময় পর্যন্ত অনেকটা এগিয়েই ছিল নিউজিল্যান্ড। কিন্তু শেষদিকে এসে ম্যাচ ঘুরিয়ে দিলেন আসিফ আলি ও অভিজ্ঞ শোয়েব মালিক। 

নিউজিল্যান্ডের পক্ষে উদ্বোধনী জুটিতে নিউজিল্যান্ডের পক্ষে ৩৬ রান করেন মার্টিন গাফটিল ও ড্যারেল মিচেল। ২০ বলে ১৭ রান করে গাফটিল করেন আরেক ওপেনার ২০ বলে ২৭ রান করেন মিচেল। এরপর কিউইদের হয়ে আশার আলো হন কেইন উইলিয়ামসন। কিন্তু ২৬ বলে ২৫ রান করে রান আউট হয়ে তার বিদায়ের পরই মূলত তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউইদের ইনিংস। 

মাঝে ডেভেন কনওয়ের ২৪ বলে ২৭ রানের ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে তারা। ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন হারিস রউফ। 

জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। ১১ বলে ৯ রান করে আউট হন অধিনায়ক বাবর আজম। আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান এদিন টাইমিংয়ে খুব একটা স্বাচ্ছন্দ্য ছিলেন না। তবুও ৩৪ বলে তার ব্যাট থেকে আসে ৩৩ রান। 

এরপর দ্রুতই ফাখর জামান, মোহাম্মদ হাফিজ ও ইমাদ ওয়াসিম ফেরেন সাজঘরে। কিন্তু পাকিস্তানকে জয়ের নোঙর ভিড়িয়েই সাজঘরে ফেরেন মালিক ও আসিফ। টিম সাউদির করা ১৮ তম ওভারে দুই বলে আসিফের দুই ছক্কাই মূলত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

২ চার ও ১ ছক্কায় ২০ বলে ২৬ রান করে মালিক ও ১ চার ও ৩ ছক্কায় ১২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন আসিফ আলি। ৮ বল হাতে রেখে ৫ উইকেটের বড় জয় পায় পাকিস্তান।