জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পুলিশই জনতা, জনতাই পুলিশ' এ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ আজ শনিবার সকাল ১১ টায় পুলিশ লাইনস ড্রিল সেডে পালন করা হয়।

জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা এনএসআই ডিডি তৌহিদুর রহমান।

জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শীর সঞ্চালনায় অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বীরমুক্তি যোদ্ধা আমজাদ হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক গোলাম হক্কানী, জয়পুরহাট মডেল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল মতিন, পূুজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা , মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, জেলা ক্ষুদ্র নৃ গোষ্ঠী ভাষা ও ভূমি রক্ষা কমিটির সহ-সভাপতি অজিত সরকার প্রমূখ। কমিউনিটি পুলিশিং ডে'র এবারের প্রতিপাদ্য হচ্ছে 'মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি"।

সূত্র: বাসস