কলকাতায় পেট্রলে নতুন রেকর্ড

কলকাতায় পেট্রলে নতুন রেকর্ড

ফাইল ছবি

সেঞ্চুরি পার করেছে আগেই। এবার কলকাতায় দামে নতুন রেকর্ড গড়ল পেট্রোল ও ডিজেল। সাধারণ মানুষের ঘাড়ে বোঝা কয়েকগুণ বাড়িয়ে, টানা চারদিন বাড়ল জ্বালানি তেলের দাম। 

সোমবার থেকে কলকাতায় পেট্রল এবং ডিজেলের দাম ৩৫ পয়সা করে বাড়লো। পেট্রলের দাম হলো লিটার প্রতি ১১০ টাকা ১৫ পয়সা। রবিবারও দাম ছিল ১০৯ টাকা ৭৪ পয়সা। ডিজেলের দাম হয়েছে ১০১ টাকা ৫৬ পয়সা। রবিবার এই দাম ছিল ১০১ টাকা ১৯ পয়সা। জ্বালানি তেলের দাম বাড়তেই তার প্রভাব পড়েছে বাজারে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। সাধারণ মানুষের মাথায় হাত।

এছাড়াও সোমবার থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়লো ২৬৬ টাকা। ফলে, হোটেল-রেস্তোরাঁগুলি সমস্যায়। সবমিলিয়ে জ্বালানির দর এ নিয়ে পরপর ৬ দিন বাড়লো। তাও জিএসটির অধীনে আনা হচ্ছে না পেট্রল, ডিজেলকে। রাজ্যগুলিও নিজেদের প্রাপ্য কড় ছাড়তে নারাজ। ফলে, মার খাচ্ছে সাধারণ মানুষ।