পাবনায় নকল ব্র্যান্ডরোল যুক্ত বিড়ির রমরমা ব্যবসা

পাবনায় নকল ব্র্যান্ডরোল যুক্ত বিড়ির রমরমা ব্যবসা

পাবনায় নকল ব্র্যান্ডরোল যুক্ত বিড়ির রমরমা ব্যবসা

পাবনায় চলছে নকল ব্র্যান্ডরোল যুক্ত বিড়ির রমরমাব্যবসা।আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর)  জেলার বেড়া উপজেলার ঢালার চর ইউনিয়নের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরকারের রাজস্ব ফাকি দিয়ে প্রশাসনের চোখের সামনেই নকল ব্র্যান্ডরোল যুক্ত বিউটি বিড়ি,সিহাব বিড়ি,বিস্টি বিড়ি অধিক লাভের আসায় ব্যবসায়ীরা বিক্রি করছে।

উক্ত ইউনিয়নের বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ীদের নিকট হতে জানা যায়, প্রতিদিন উক্ত ইউনিয়নে লক্ষাধিক শলাকা বিড়ি বিক্রয় হয়। এর মধ্যে নকল ব্র্যান্ডরোল যুক্ত ১০/- টাকা মূল্যের বিড়ি বিক্রয় হয় ৮০ শতাংশ। এতে করে সরকার উক্ত ইউনিয়ন হতেই প্রতিদিন রাজস্ব হারাচ্ছে ২৯ হাজার টাকা। এভাবে সরকার একদিকে প্রতিদিন সারাদেশ হতে শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে অপরদিকে ভোক্তা সাধারন হচ্ছেন প্রতারিত।

ভোক্তাদের কাছে এ জাতীয় বিড়ি ধুমপান কেন করেন তা  জানতে চাইলে তারা জানায়, আজিজ বিড়ির দাম ২০/- এবং বিউটি বা সিহাব বিড়ির দাম ১০/- এবং প্যাকেটের মধ্যে হরেক রকমের পুরুস্কারের কুপন পাওয়া যায় তাই তারা সিহাব বিড়ি ধুমপান করে। উক্ত এলাকার সচেতন মহল এসব নকল ব্র্যান্ডরোল যুক্ত সিহাব বিড়ি, বিউটি বিড়ি ক্রয় বিক্রয়ে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।