অস্ট্রেলিয়ায় শক্তিশালী ভূমিকম্প

অস্ট্রেলিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ফাইল ছবি

অস্ট্রেলিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ছোট শহর মারবেল বার থেকে ২৪ কিলোমিটার দূরে এ কম্পন অনুভূত।

অবশ্য দ্য ইউরোপিয়ান মেডিটরিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূকম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। 

জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল পোর্ট হেডল্যান্ড থেকে ১২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এলাকাটি জনবিরল হওয়ায় তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।