এবার ভাড়া বাড়ল লাইটার জাহাজের

এবার ভাড়া বাড়ল লাইটার জাহাজের

ফাইল ছবি

গণপরিবহণে ভাড়া বৃদ্ধির পর এবার চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী লাইটার জাহাজের (ছোট আকার) ভাড়া বাড়ানো হয়েছে।

লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) এই সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার থেকে বরাদ্দ হওয়া লাইটার জাহাজে বর্ধিত ভাড়া কার্যকর হবে।

ডব্লিউটিসির আহ্বায়ক ও বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব নুরুল হক গণমাধ্যমকে বলেন, ডিজেলের মূল্য বাড়ানোর পর বাড়তি খরচ সমন্বয়ের জন্য লাইটার জাহাজে পণ্য পরিবহণ ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের মূল্য ১৫ টাকা বাড়িয়ে লিটারপ্রতি ৮০ টাকায় নির্ধারণ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে এবং এই ঊর্ধ্বগতির কারণে সরকার এ দাম সমন্বয় করেছে। এর পর গণ ও পণ্য পরিবহন মালিকদের দাবির প্রেক্ষিতে বাস, ট্রাক ও লঞ্চ ভাড়া বাড়ায় সরকার।