চিলির হারে আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত

চিলির হারে আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত

সংগৃহীত

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বুধবার (১৭ নভেম্বর) চিলিকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর। এতে সহজেই লাতিন অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার।

এদিন বিশ্বকাপ বাছাইয়ের প্রথম খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ গোলশূন্য ড্র হয়। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৫ মিনিট পেলেও কোনো দলই গোল করতে পারেনি। এ ম্যাচের ঘণ্টাখানেক পরে শুরু হয় চিলি-ইকুয়েডরের ম্যাচ। যেখানে চিলিকে ২-০ গোলে হারায় ইকুয়েডর। 

প্রথম ম্যাচে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা ব্রাজিলের কাছে হেরে যাওয়ায় তাকিয়ে থাকতে হয়েছিল চিলি-ইকুয়েডরের ম্যাচে। এরপর চিলির পরাজয়ে লাতিন অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত হয় আর্জেন্টিনার।

এর আগে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ব্রাজিল। লাতিন অঞ্চলের বাছাইয়ে ১৩ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে ব্রাজিল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা।