পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেকে মোটরসাইকেলে আগুন

পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেকে মোটরসাইকেলে আগুন

ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করার সময় মিরপুর ১৪ নম্বরে দুটি মোটরসাইকেলে আগুন  দিয়েচে গার্মেন্টস শ্র্রমিকরা।

মোটরসাইকেল দুইটির একটি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলী হোসেনের ও অন্যটি স্থানীয় ছাত্রলীগ নেতা বাবুর বলে জানা গেছে।

বুধবার সকাল ৮টা থেকে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একসঙ্গে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে তারা পুরো সড়ক বন্ধ করেন।

শ্রমিকরা সড়কে অবস্থানের কারণে যান চলাচল ব‌্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।