কুষ্টিয়ায় ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম : ব্যালট পেপার যাবে কাল সকালে

কুষ্টিয়ায় ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম : ব্যালট পেপার যাবে কাল সকালে

কুষ্টিয়ায় ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম : ব্যালট পেপার যাবে কাল সকালে

তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীকাল রোববার কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে উৎসবের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দৌলতপুরের ১৪ ইউনিয়নে ১৫১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। অবাঁধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে দৌলতপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস সব ধরণের প্রস্ততি সম্পন্ন করেছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে নির্বাচন সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রিজাইডিং অফিসারদের। উপজেলা পরিষদ মিলনায়তন থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে তারা স্ব স্ব ভোট কেন্দ্রে চলে যাচ্ছেন। আগামীকাল রোববার সকাল ৮টার আগে ১৫১টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার সরবরাহ করা হবে।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌলতপুরের ১৪টি ইউনিয়নে ১৪জন আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৯০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ইউপি সদস্য পদে রয়েছেন ৬২৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে রয়েছেন  ১৭৪জন প্রার্থী। মোট ৩ লাখ ৫২ হাজার ৮৮৪জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৪৭জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৩৭জন।