নাইজেরিয়ায় প্রথম ওমিক্রন শনাক্ত

নাইজেরিয়ায় প্রথম ওমিক্রন শনাক্ত

প্রতীকী ছবি

নাইজেরিয়ায় প্রথম একজনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হওয়ার পর দেশটি সীমান্তে কড়াকড়ি আরোপ করেছিল। বুধবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নাইজেরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) জানিয়েছে, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুই ভ্রমণকারীর দেহে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে।

ওমিক্রন প্রসঙ্গে কোভিড-১৯ ভ্যাকসিন প্রস্তুতকারী বায়োএনটেকের প্রধান নির্বাহী উগুর সাহিন বলেছেন, টিকা গ্রহণকারীরা নতুন করে এ ধরনে আক্রান্ত হতে পারেন; তবে তারা গুরুতর অসুস্থ হবেন না।

তবুও সারা পৃথিবীতে ওমিক্রন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা কমছে না। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এ নতুন ধরন অন্তত ৩২টি মিউটেশন (জিনগত গঠনের পরিবর্তন) ঘটিয়েছে, যার বৈজ্ঞানিক নাম বি.১.১.৫২৯।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওমিক্রন নিয়ে বিজ্ঞানীরা যে কারণে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তা হলো- এটি অত্যন্ত দ্রুত ও সহজে ছড়িয়ে পড়তে পারে। সেইসঙ্গে এটা মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এড়াতে পারে। ফলে এর বিরুদ্ধে টিকা কম কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

করোনা ভাইরাস যত সহজে ছড়াবে, ততই তাতে আক্রান্তের সংখ্যাও বেশি হবে। ফলে কোভিড-১৯এ গুরুতর অসুস্থ হওয়া ও মৃত্যুর সংখ্যাও ততই বাড়তে থাকবে।