নাটোরে বিশ্ব এইডস দিবস পালিত

নাটোরে বিশ্ব এইডস দিবস পালিত

ফাইল ছবি

নাটোরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

সভায় বক্তারা বলেন, এইডস এখনো বিশ্ব থেকে নির্মূল হয়ে যায়নি। নিরাপদ শারীরিক সম্পর্ক, নিরাপদ রক্ত সঞ্চালনসহ স্বাস্থ্যবিধি মেনে এইডস এর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। ২০৩০ সালের মধ্যে এইডস নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে।

নাটোর সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. রবিউল আওয়াল মূল বক্তব্য উপস্থাপন করেন।  আলোচনা সভার পূর্বে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। জেলার স্বাস্থ্য বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।