এবার সৌদি আরবে ওমিক্রন শনাক্ত

এবার সৌদি আরবে ওমিক্রন শনাক্ত

ফাইল ছবি

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসটি ইতোমধ্যে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির বরাতে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানিয়েছে, দেশটিতে আফ্রিকান এক নাগরিকের দেহে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। সেই সঙ্গে তার সংস্পর্শে আসা ব্যক্তিরাও আইসোলেশনে রাখা হয়েছে। 

ওমিক্রন আবিষ্কারের পরপরই মালাউই, জাম্বিয়া, মাদাগাস্কার, এঙ্গোলা, সিচেলাস, মরিশাস ও কমোরোসসহ ১৪টি দেশের সঙ্গে সবরকম ফ্লাইট স্থগিত করেছে সৌদি আরব। সেই সঙ্গে আফ্রিকা মহাদেশ থেকে আগত সবাইকে গভীর পর্যবেক্ষণে রাখছে কর্তৃপক্ষ।