৩০ দিনের মধ্যে এইচএসসি’র ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী

৩০ দিনের মধ্যে এইচএসসি’র ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৩০ দিনের মধ্যে প্রকাশিত হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। কেউ গুজব ছড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার ২০২১ সালের এইচএসসি পরীক্ষার হল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পরিস্থিতির ওপর নির্ভর করে বছরের মাঝামাঝি সময়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে।

আজ সকাল ১০টায় সারাদেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

করোনার পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে দেড় ঘণ্টায় হবে এবারের পরীক্ষা। এ বছর ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। সকালে ও বিকেলে দুই ধাপে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা।