ভারতে ওমিক্রনের হানা, শনাক্ত ২

ভারতে ওমিক্রনের হানা, শনাক্ত ২

ভারতে ওমিক্রনের হানা, শনাক্ত ২

এবার ভারতেও করোনাভাইরাসের ভয়াবহ ধরন ওমিক্রন এসে গেছে। দেশটিতে আজ বৃহস্পতিবার দুজনের দেহে ওমিক্রনের সন্ধান মিলেছে।ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্নাটকে দু'জন করোনা আক্রান্তের খবর মিলেছে। তারা ওমিক্রন প্রজাতির কবলে পড়েছেন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স যথাক্রমে ৬৬ এবং ৪৬। আক্রান্তদের কনট্যাক্ট ট্রেসিং-ও করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে খবর।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লব আগরওয়াল টুইট করে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ওমিক্রনের যে সব রোগীর সন্ধান মিলেছে সকলেরই মৃদু উপসর্গ ধরা পড়েছে। এর সংক্রমণে মারাত্মক কোনো উপসর্গের কথা এখন পর্যন্ত শোনা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কোভিডের এই নতুন রূপের প্রকৃতি নিয়ে গবেষণা করছে।’

সূত্র : হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা