মিরপুর টেস্টের সম্ভাব্য একাদশ

মিরপুর টেস্টের সম্ভাব্য একাদশ

ফাইল ছবি

দুই ম্যাচ টেস্ট সিরিজের ২য় ম্যাচ আজ সকাল ১০ টায় শুরু হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ বাঁচাতে হলে এই টেস্টে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের।

টাইগার অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, চট্টগ্রাম টেস্টে হারলেও ঢাকা টেস্টে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। আমাদের শক্তি হলো ব্যাটিং। দুই থেকে আড়াই দিন বা পাঁচ-ছয় সেশন যদি ব্যাটিং করতে পারি তাহলে খেলায় ফিরতে পারব। অবশ্যই আমি আশাবাদীপাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ১০ টেস্ট ম্যাচ খেলে ৯টিতে হেরেছে বাংলাদেশ। আর অন্যটি ড্র হয়। সব মিলিয়ে ১২২টি টেস্ট খেলে বাংলাদেশ জয়ের মুখ দেখেছে মাত্র ১৪টিতে। বাকি ৯২টিতে হেরেছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, নাঈম শেখ/মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী/তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আবিদ আলি, আব্দুল্লাহ শফিক, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হাসান আলি, সাজিদ খান, নুমান আলি ও শাহিন আফ্রিদি।