৩৮ বলে দ্বিতীয় দিনের খেলা শেষ

৩৮ বলে দ্বিতীয় দিনের খেলা শেষ

৩৮ বলে দ্বিতীয় দিনের খেলা শেষ

বৃষ্টির কারণে বাংলদেশ-পাকিস্তানের ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি।  দ্বিতীয় সেশনে খেলা শুরু হলেও ৩৮ বল লড়াইয়ের পর আবারো বৃষ্টিতে বন্ধ হয়ে  যায় খেলা।  তারপরে আর কোন বলা গাড়ায়নি মাঠে যার ফলে  দুপুর ৩টায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে আজকের খেলা।

প্রথম দিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করেছিল পাকিস্তান। আজ কয়েক দফায় খেলা শুরুর সময় নির্ধারণ করা হলেও দুপুর ১২টা ৫০ মিনিটের আগে খেলা শুরু সম্ভব হয়নি। সেটিও শুরু হওয়ার ৩১ মিনিটের মধ্যেই ফের বন্ধ করে দেয়া হয় খেলা। তবে এর মাঝেই খেলা ৬.২ ওভারে ২৭ রান যোগ করেছে পাকিস্তান। দিন শেষে তাদের সংগ্রহ ১৮৮ রান। 

আজহার আলি ৫২ ও অধিনায়ক বাবর আজম ৭১ রানে অপরাজিত আছেন। 
আলো স্বল্পতার কারনে টেস্টের প্রথম দিন ৩৩ ওভার খেলা হয়নি। প্রথম দিন দুই ওপেনার আবিদ আলি ৩৯ ও আব্দুল্লাহ শফিক ২৫ রান করে আউট হয়। পাকিস্তানের পতন হওয়া দু’টি উইকেটই নেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।