আসা-যাওয়ার মিছিলে টাইগার ব্যাটসম্যানরা

আসা-যাওয়ার মিছিলে টাইগার ব্যাটসম্যানরা

ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টের  প্রথম ইনিংসে পাকিস্তানের  দেওয়া ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে মহাবিপদে পড়েছে বাংলাদেশ। আসা যাওয়ার মিছিলে যোগ হয়েছে বাংলাদেশী ব্যাটসম্যানরা।  একে একে চলে গেলেন ৭ ব্যাটিং।

৭২ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। ব্যাট করেছে ২৩ ওভার। 
দুই ওপেনার সাদমান ইসলাম ৩ ও অভিষেক ম্যাচ খেলতে নামা মাহমুদুল হাসান জয় শুন্য রানে ফিরেন। তাদের দু’টি উইকেট নেন পাকিস্তানের স্পিনার সাজিদ খান। চার নম্বরে ১ রান করে রান আউট হন অধিনায়ক মোমিনুল হক। 

এরপর অনেকটা বোকামি করে ফেরেন মুশফিক। দল যখন তিন উইকেট হারিয়ে চাপে, তখন তিনি আউট হলেন স্লগ সুইপ খেলতে গিয়ে। আগের বলে হাঁকিয়েছিলেন চার। কিন্তু পরের বলেই স্লগ সুইপ করতে যান মুশফিক। ৮ বলে ৫ রান করে আউট হতে হয় তাকে। এরপর ১২ বলে ৬ রান করে আউট হন লিটন দাস। মেহেদী মিরাজ ও ফেরেন শূন্য রানে। সাবিক ২১ ও তাইজুল ইসলাম ০ রানের অপরাজিত আছে।  পাকিস্তানের স্পেন বোলার সাজিদ একই নিয়েছেন ৫ উইকেট।