দুই শিশু জাপানি মায়ের কাছে থাকবে ২ দিন

দুই শিশু জাপানি মায়ের কাছে থাকবে ২ দিন

দুই শিশু জাপানি মায়ের কাছে থাকবে ২ দিন

দুই শিশুকন্যাকে আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর গুলশানে জাপানি মা ডা. এরিকো নাকানোর বাসায় থাকার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একইসাথে এ বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জাপানি মায়ের করা আপিল শুনানি নিয়ে আপিল বিভাগ এই আদেশ দেন।রোববার রাত ১০টা থেকে এ আদেশ কার্যকর হবে।

এর আগে গত ২১ নভেম্বর জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দেন হাইকোর্ট।