সময়মতো স্কুলে না আসায় বেঁধে রাখা হয় প্রধান শিক্ষককে

সময়মতো স্কুলে না আসায় বেঁধে রাখা হয় প্রধান শিক্ষককে

ছবি: সংগৃহীত

এতোদিন শুনে এসেছেন স্কুলের সময়মত শিক্ষার্থীরা উপস্থিত হতে না পারলে তাদের শাস্তির কথা। এবার ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ঝালদার পুস্তি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে নতুন ঘটনা। সময়মতো স্কুলে না আসায় প্রধান শিক্ষক বিপ্লব গঙ্গোপাধ্যায়কে শাস্তি হিসেবে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে অভিভাবকরা।

স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব গঙ্গোপাধ্যায় পুঞ্চা থানার বদঙা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিদ্যালয়টির শিক্ষার্থীদের অভিযোগ, যোগদানের পর চলতি বছরের এপ্রিল মাস থেকে স্কুলে সময়মতো আসেন না বিপ্লব গঙ্গোপাধ্যায়। এছাড়াও মিড-ডে মিলে মান সম্পন্ন খাবার দেয়া হতো না। বিভিন্ন অভিযোগ নিয়ে তার কাছে গেলে কক্ষে তাকে পাওয়া যেতো না।

এ নিয়ে অভিভাবকরা অনেক চেষ্টা করেও ওই শিক্ষকের স্বভাব বদলাতে পারেননি। তাই এমন অভিনব শাস্তি দিলো অভিবাভকরা।