১০ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

১০ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত সোয়া ১২টার দিকে কুয়াশার ঘনত্ব এতই বেড়ে যায় যে ফগ লাইট দিয়েও কাজ হচ্ছিল না। এ জন্য দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে সাময়িকভাবে ফেরি বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়াও সকাল ১০ টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।    ফেরি চলাচল স্বাভাবিক থাকলে দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপও কমে আসবে। বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে।