সুগন্ধা নদীর পাড়ে স্বজনদের আহাজারি

সুগন্ধা নদীর পাড়ে স্বজনদের আহাজারি

সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধা নদীতে  ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৯ জন লঞ্চযাত্রী নিহত ও আরও শতাধিক অগ্নিদগ্ধ হয়েছেন। স্বজন হারানোর আহাজারি আর কান্নায় বাতাস ভারি হয়ে উঠেছে সুগন্ধা নদীর পাড়।

বৃহস্পতিবার দিনগত রাত রাত ৩টার দিকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিনে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। এতে ৩৯ জন নিহত ও আরও যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। হতাহতদের কারো নাম পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির কোস্টগার্ডসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধারকাজ করছেন। দগ্ধদের মধ্যে ৭২জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বরিশাল, ঝালকাঠিসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার সকাল থেকে নদী পাড়ের গাবখান ধানসিঁড়ি এলাকায় আগুন লাগার খবর শুনে জড়ো হন শত শত মানুষ। সেখানে আসেন নিখোঁজ ও পুড়ে অঙ্গার হওয়া নিহতদের স্বজনরাও। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে সুগন্ধা পাড় এলাকা।