মাদাগাস্কারের জাহাজডুবিতে প্রাণহানি বেড়ে ৮৩

মাদাগাস্কারের জাহাজডুবিতে প্রাণহানি বেড়ে ৮৩

সংগৃহীত

অনুমোদন না থাকার পরও মালবাহী জাহাজে যাত্রী নেবার সময় মাদাগাস্কারের উত্তরপূর্ব উপকূলে জাহাজডুবির দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৩ হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, জাহাজটিতে যাত্রী নেবার অনুমতি না থাকলেও ডুবে যাবার সময় প্রায় ১৪০ জন যাত্রী ছিলো বলে জানিয়েছে মাদাগাস্কারের মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সির সমুদ্রে অভিযান বিষয়ক পরিচালক মামি রান্দ্রিয়ানাভনি।

আরোহী ১৪০ জনের মধ্যে ৫০ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বুধবার উদ্ধার অভিযান স্থগিত করলেও বৃহস্পতিবার তা আবার শুরু করার কথা রয়েছে বলে জানিয়েছিলো রয়টার্স।

এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া মাদাগাস্কারের পুলিশ মন্ত্রীর হেলিকপ্টার বিধ্বস্ত হলে ১৩ ঘণ্টা মঙ্গলবারে মন্ত্রীকে উদ্ধার করা হয়। মন্ত্রীর সঙ্গী অন্য দুজনের ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।