মাহমুদউল্লাহ-মাশরাফি-তামিম ঢাকার

মাহমুদউল্লাহ-মাশরাফি-তামিম ঢাকার

মাহমুদউল্লাহ-মাশরাফি-তামিম ঢাকার

মাহমুদউল্লাহ রিয়াদকে আগেই দলে নেয় ঢাকা পরে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দলে ভেড়ান। এরই মাধ্যমে তিন রত্নকে দলে পেল ঢাকা।

এবার ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশী ক্রিকেটার নিতে পারবে দলগুলো। স্থানীয় ক্রিকেটারের হিসেবে দলগুলো নিতে পারবে ১০ থেকে ১৪ জনকে। ড্রাফটের আগে একজন স্থানীয় ও তিনজন বিদেশী ক্রিকেটার নিতে পারবে দলগুলো।এবার ড্রাফটে নেই তারকা কোনো বিদেশী ক্রিকেটার। যা বিপিএলকে অনেকটাই ম্লান করে দিচ্ছে।

এর আগে রোববার রাতে হুট করেই খবর বেরিয়েছে, ঢাকার মালিকানা হারিয়েছে রুপা ও মার্ন গ্রুপ। তাই আজকের ড্রাফটে এই দলটির পক্ষে ড্রাফট টেবিলে বসবে বিসিবির কর্তারাই। অর্থাৎ বিসিবিই আপাতত ঢাকার দল গঠন করবে। যার ধারাবাহিকতায় মাহমুদউল্লাহকে দলে নিয়েছে তারা।

অটো চয়েজ হিসেবে একজন করে দেশী খেলোয়াড় ছাড়াও তিনজন করে বিদেশী খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ ছিল সব ফ্র্যাঞ্চাইজির সামনে। এ সুযোগটি কাজে লাগিয়েছে শুধুমাত্র খুলনা ও সিলেটের ফ্র্যাঞ্চাইজি। তারা তিনজন বিদেশী এরই মধ্যে নিয়েছে নিজেদের দলে।

ঢাকাতে আছেন মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তাজা, তামিম ইকবাল, রুবেল হোসেন, শুভাগত হোম, মো: শেহজাত ও ফজল হক ফারুকি।