প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন সোমালিয়ার প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন সোমালিয়ার প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন সোমালিয়ার প্রেসিডেন্ট

সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ দুর্নীতি ও রাষ্ট্রের জমি অপব্যবহারের অভিযোগে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসাইন রবলিকে বরখাস্ত করেছেন।

সোমবার সোমালি প্রেসিডেন্টের দফতর থেকে এক প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার জন্য প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন এবং দুর্নীতিতে তার সংযোগ থাকায় তার ক্ষমতা স্থগিত করেছেন।’

অপরদিকে সোমালিয়ার প্রধানমন্ত্রীর দফতর প্রেসিডেন্টের এই পদক্ষেপকে ‘অসম্মানজনক’ হিসেবে উল্লেখ করেছে। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে প্রেসিডেন্টের এই পদক্ষেপকে ‘সামরিক হস্তক্ষেপের’ মাধ্যমে আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীর দফতর।এর আগে রোববার দেশটিতে চলমান নির্বাচন নিয়ে উভয় নেতা পরস্পরকে দায়ী করে বক্তব্য দেন।

প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ দেশে চলমান নির্বাচনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেন।অপরদিকে প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসাইন রবলি প্রেসিডেন্টকে চলমান নির্বাচনে বাধা দেয়ার জন্য অভিযুক্ত করেন।

সূত্র : আনাদোলু এজেন্সি