ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর জনসনের বুস্টার ডোজ

ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর জনসনের বুস্টার ডোজ

ফাইল ছবি

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত টিকার বুস্টার ডোজ ৮৫ শতাংশ কার্যকর। দক্ষিণ আফ্রিকার সরকার এ সংক্রান্ত একটি গবেষণা গতকাল বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে। খবর বার্তা সংস্থা এএফপি।

জানা গেছে, গত ১৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এই গবেষণা চালানো হয়। ৬৯ হাজার স্বাস্থ্যকর্মীর স্বাস্থ্য পরীক্ষা করেছেন দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিল, যারা জনসনের তৈরি টিকা নিয়েছিলেন।

পরে ওই স্বাস্থ্যকর্মীদের আবার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এরপর যারা টিকা নেননি এমন ব্যক্তিদের সঙ্গে তাদের তুলনা করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে এই টিকা নেওয়ার পর জটিলতা দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো এই টিকাগ্রহণের কার্যক্রম বন্ধ করে দেয়।