আগামীকাল যশোরে ২৬ ইউপিতে নির্বাচন

আগামীকাল যশোরে ২৬ ইউপিতে নির্বাচন

আগামীকাল যশোরে ২৬ ইউপিতে নির্বাচন

আগামীকাল ৫ জানুয়ারী যশোর জেলার সদর ও কেশবপুর উপজেলার মোট ২৬ টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। নির্বাচন উপলক্ষে আজ সকাল থেকে নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান,সকাল থেকে ব্যালট পেপার বাদে নির্বাচন কেন্দ্রিক সকল সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে । আগামীকাল সকালে ব্যালট পেপার পাঠানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি আরও জানান।

৫ম  ধাপে যশোর সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন ও কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন মোট ২৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ২৬ টি ইউনিয়নের মধ্যে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে নৌকার প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন মোঃ আলীমুজ্জামান।এই ইউনিয়নে চেযারম্যান বাদে অন্য পদে ভোট অনুষ্ঠিত হবে।

সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে মোট ভোটার ৪ লক্ষ ২১ হাজার ৭৩১ জন,এর মধ্যে মহিলা ভোটার ২ লক্ষ ৮ হাজার ৯৭৩ জন,পুরুষ ভোটার ২ লক্ষ ১২ হাজার ৭৮ জন। কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে মোট ভোটার ৬ লক্ষ ৭ হাজার ৬৯৬ জন, এর মধ্যে মহিলা ভোটার ৩ লক্ষ ৭৩০ জন, পুরুষ ভোটার ৩ লক্ষ ৬ হাজার ৯৬৬ জন। ২৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ১২৯ জন,সংরক্ষিত আসনে ৩০৭ জন,সাধারন সদস্য পদে ১ হাজার ৯৪ জন প্রতিদ্বন্দীতা করছেন। মোট কেন্দ্র ৩১৯ টি।