নেত্রকোণায় নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ; পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণায় নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ; পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

ফাইল ছবি

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার উদয়পুর বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করা হয়েছে। একই সাথে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি মজুদের অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৪ জানুয়ারি) কলমাকান্দা উপজেলার দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সোহেল রানা অভিযানটি পরিচালনা করেন। নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযানটি পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় উদয়পুর বাজারের বিভিন্ন দোকানে থাকা নকল ব্যান্ডরোল যুক্ত ৫৫ হাজার শলাকা দয়াল বিড়ি ও নিউ দয়াল বিড়ি জব্দ করা হয়। 

পরবর্তীতে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয় ও মজুদের দায়ে ৫ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী  নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে এ বিষয়ে আরো কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।