রাজধানীতে মহাসড়ক অবরোধ করে হকারদের বিক্ষোভ

রাজধানীতে মহাসড়ক অবরোধ করে হকারদের বিক্ষোভ

সংগৃহীত

রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে উচ্ছেদ বন্ধ ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে হকাররা।

শনিবার সকাল ১০টার দিকে হকাররা উত্তরার রবীন্দ্র সরণিতে সড়কে জড়ো হয়ে এ বিক্ষোভ শুরু করে।

পরে হকাররা উত্তরার রাজলক্ষ্মী বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসানের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এরপর দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন তারা। তাদের অবরোধে সড়কের দুদিকের যান চলাচল বন্ধ থাকে।

হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, করোনার সময় তারা ব্যবসা করতে না পেরে হকাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন সমবায় সমিতি ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন তারা। এখন যদি তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হয়, তাহলে তারা পথে বসবেন। এছাড়া দেনাও পরিশোধ করতে পারবেন না।