ধলেশ্বরীতে ট্রলারডুবি : আরো ৩ লাশ উদ্ধার

ধলেশ্বরীতে ট্রলারডুবি : আরো ৩ লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ দশজনের মধ্যে আরো তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। এখনও নিখোঁজ আছেন দেড় বছরের শিশু তাসফিয়া।

সোমবার (৯ জানুয়ারি) ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ এলাকা থেকে মরদেহ  তিনটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, যেখানে ট্রলার ডুবেছে সেখান থেকে কিছুটা দূরে আজ সোমবার সকালে প্রথমে দুজন ও পরে একজনের অর্থাৎ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে একজন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবে ১০ জন নিখোঁজ হন। অন্তত ৩০ যাত্রী বহনকারী ট্রলারটি এমভি ফারহান-৬ নামের লঞ্চের ধাক্কায় ডুবে যায় নদীতে। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ ছিল।