ইসরাইলি মিসাইল হামলা ঠেকিয়ে দিলো সিরিয়া

ইসরাইলি মিসাইল হামলা ঠেকিয়ে দিলো সিরিয়া

ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামিশকের কাছে ইসরাইলের এক মিসাইল হামলা ঠেকিয়ে দিয়েছে সিরীয় সামরিক বাহিনী। সোমবার সামরিক বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়।

হামলায় কেউ হতাহত না হলেও সামান্য বস্তুগত ক্ষতি হয়েছে বলে খবরে জানানো হয়।

হামলার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিরিয়ায় ইসরাইলের এই হামলার খবর এমন সময় এলো, যখন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হ্যারজগ দুই দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন।

গত কয়েক বছর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় কয়েক শ’ ’ইরান সংশ্লিষ্ট লক্ষ্যে’ ইসরাইল হামলা চালিয়েছে। তবে এই বিষয়ে বেশিরভাগ সময়েই চুপ থেকেছে ইসরাইলি সামরিক বাহিনী।

২০১১ সালে সিরিয়ায় আরব বসন্তের জেরে বিক্ষোভ শুরু হলে ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকার বিরোধীদের ওপর দমন অভিযান শুরু করে। এর প্রতিরোধে আসাদবিরোধী বিক্ষোভকারীরাও অস্ত্র তুলে নেয়।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন অভিযানে আসাদকে রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহসহ মধ্যপ্রাচ্যভিত্তিক শিয়া সশস্ত্র সংগঠনগুলো সহায়তা করে। সিরিয়া ভূখণ্ডে চিরশত্রু ইরান ও শিয়া সংগঠনগুলোর উপস্থিতিতে ইসরাইল ক্ষুব্ধ হয়। তখন থেকে বিভিন্ন সময়ে নিয়মিতভাবেই সিরিয়ায় হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী।

বিমান হামলায় প্রায়ই কোনো স্বীকারোক্তি না দিলেও ইসরাইল সিরিয়ায় ইরানকে ঘাঁটি গড়তে দেয়া হবে না বলে ঘোষণা করে আসছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড