রায়ানের মৃত্যুর পর ২৪৫০টি কূপ ভরাট

রায়ানের মৃত্যুর পর ২৪৫০টি কূপ ভরাট

ছবি: সংগৃহীত

মরক্কোতে কুয়ায় পড়ে পাঁচ বছরের শিশু রায়ানের মৃত্যুর পর সৌদি আরব কয়েক হাজার পরিত্যাক্ত কূপ ভরাট ও সুরক্ষিত করেছে। খবর এএফপি’র।

রায়ানকে মরক্কোর রিফ পার্বত্য এলাকায় ইঘরানি গ্রামে সোমবার দাফন করা হয়। সে একটি কূপে পাঁচ দিন আটকা পড়ে ছিল। উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তার মর্মান্তিক মৃত্যু হয়।

গত সপ্তাহের এ মর্মান্তিক ঘটনার পর সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় রোববার জানায়, সৌদি প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এ মন্ত্রণালয় পরিত্যাক্ত দুই হাজার ৪৫০টি কূপ ভরাট ও সুরক্ষিত করতে সক্ষম হয়েছে।

তারা জানায়, ‘লোকজনের নজরে পড়া বাকি কূপগুলো ভরাটের কাজ চলছে।’

এছাড়া মন্ত্রণালয় যে কোনো অনিরাপদ বা লোকচক্ষুর আড়ালে থাকা কূপের ব্যাপারে তথ্য দিতে বাসিন্দাদের আহ্বান জানিয়ে বলেছে ‘আপনাদের দেয়া তথ্য আপনাকে ও অন্যদের রক্ষা করবে।’

রায়ান গত মঙ্গলবার একটি সরু ৩২ মিটার গভীর (১০০ ফুট) শুষ্ক কূপে পড়ে যায়। পরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করা হয়। কিন্তু শনিবার মর্মান্তিক পরিণতির মধ্যদিয়ে এ অভিযানের পরিসমাপ্তি ঘটে। মরক্কোর রাজ প্রাসাদ সে দিন তার মৃত্যু ঘোষণা করে।