আবারো আন্দোলনে শাবিপ্রবি শিক্ষার্থীরা

আবারো আন্দোলনে শাবিপ্রবি শিক্ষার্থীরা

ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ১৪ দিন পর আবার রাস্তায় নামলো শিক্ষার্থীরা।

বুধবার বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। এর আগে গত ২৫ জানুয়ারি পর্যন্ত নানা কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচির একপর্যায়ে ১৯ জানুয়ারি থেকে এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন ২৪ জন শিক্ষার্থী।

বুধবার বিকেল ৫টার দিকে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনের ছবি, ব্যাঙ্গচিত্র সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা। এ সময় তারা প্রতিবাদী স্লোগান দেন। শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি গোলচত্বর থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন, আইআইসিটি ভবন, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন প্রদক্ষিণ করে। পরে আবার গোলচত্বরে এসে শেষ হয়।