মিরপুরে বাসা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

মিরপুরে বাসা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে এক বৃদ্ধা ও তার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধার নাম সাহেদা বেগম (৬০) ও গৃহকর্মী সুমি আক্তার (১৯)।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর ২ নম্বর সেকশনের এ ব্লকের ২ নম্বর রোডের ৯ নম্বর ভবনের ৪তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মিরপুর মডেল থানার এসআই মো. শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি’র মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান, সুমি সোমবারই ওই বাসায় কাজে যোগ দেয়। গৃহকর্ত্রী সাহেদা বেগম বাসায় একাই থাকতেন। সেখানে তিনি ভাড়া থাকতেন। তার একটি পালক পুত্র আছে। সেই মাঝেমধ্যে বৃদ্ধার কাছে আসতেন। পুলিশ সেই পালক ছেলেকে খুঁজছে। ধারণা করা হচ্ছে তাকে পেলে ঘটনার অনেক কিছু পরিষ্কার হবে।

গৃহকর্মী সুমীর খালার বরাত দিয়ে মোস্তাক আহমেদ আরো জানান, সুমির খোঁজ নিতে তার খালা মঙ্গলবার সন্ধ্যায় ওই বাসায় যান। তিনি দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকে দু’জনকে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডি আলামত সংগ্রহ করেছে।