যশোরে ক্ষুদ্র ও মাঝারী শিল্পের উদ্যোক্তাদের নিয়ে সেমিনার

যশোরে ক্ষুদ্র ও মাঝারী শিল্পের উদ্যোক্তাদের নিয়ে সেমিনার

যশোরে ক্ষুদ্র ও মাঝারী শিল্পের উদ্যোক্তাদের নিয়ে সেমিনার

যশোরে ক্ষুদ্র ও মাঝারী শিল্পের সাব-কন্ট্রাকটিং সংযোগ বাস্তবায়ন ও উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুরে বিসিক যশোরের উদ্যোগে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ঢাকা বিসিকের চেয়ারম্যান মাহবুবুর রহমান।

প্রধান অতিথি বলেন, যশোর একটি সম্ভাবনাময় শিল্প অ ল। বিসিককে ঘিরে প্রতিটি শিল্পের সাফল্যের সম্ভবনা রয়েছে। এজন্য জেলার সকল শিল্প প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়ন জরুরি। এ সম্পর্ক উন্নয়নে কাজ করছে বিসিক। 

এসময় আরও উপস্থিত ছিলেন, বিসিক ঢাকার পরিচালক কাজী মাহাবুবুর রশিদ, জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতির জেলা সভাপতি সাকির আলী, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির কেন্দ্রীয় পরিচালক আশরাফুল ইসলাম, বিসিক যশোরে উপ-মহাব্যবস্থাপক গোলাম হাফিজ।সেমিনারে জেলার অর্ধ শতাধিক উদ্যোক্তা অংশ গ্রহন করেন।