পাবনা জেলা কারাগারের কয়েদীদের প্রশিক্ষণসহ বিভিন্ন উপকরণ প্রদান

পাবনা জেলা কারাগারের কয়েদীদের প্রশিক্ষণসহ বিভিন্ন উপকরণ প্রদান

পাবনা জেলা কারাগারের কয়েদীদের প্রশিক্ষণসহ বিভিন্ন উপকরণ প্রদান

পাবনা জেলা কারাগারে কয়েদীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, পাবনা কর্তৃক আধুনিক ইলেকট্রিক সেলাই মেশিনসহ ৪ টি ট্রেডের প্রশিক্ষণ উপকরণ বৃহস্পতিবার ( ২৪ ফেব্রুয়ারি ) কারাভ্যন্তরে প্রদান করা হয়।

প্রশিক্ষণ উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, জেলা কারাগারে বিভিন্ন ট্রেডে কয়েদীদের প্রশিক্ষণ দিয়ে আলোর পথে ফিরিয়ে আনা হচ্ছে। তাদের পুনর্বাসনের জন্য আরো উদ্যেগ গ্রহণ করা হবে।

সমিতির সদস্য সচিব প্রবেশন অফিসার মোঃ পল্লব ইবনে শায়েখ জানান, জেল সুপার পাবনা কর্তৃক প্রদানকৃত চাহিদার ভিত্তিতে আমরা প্রশিক্ষণ উপকরণগুলো প্রদান করেছি। পুনর্বাসনের জন্যও বিভিন্ন উপকরণ দেয়া হবে।

উপকরণসমূহের মধ্যে রয়েছে আধুনিক ইলেকট্রিক সেলাই মেশিন, আসবাসপত্র তৈরির বিভিন্ন উপকরণ/যন্ত্রপাতি, ইলেকট্রিক কাজের বিভিন্ন উপকরণ/যন্ত্রপাতি এবং রাজমিস্ত্রি কাজের বিভিন্ন উপকরণ/যন্ত্রপাতি।

অনুষ্ঠানের সভাপতি পাবনা জেল সুপার মোঃ শাহ আলম খান বলেন,‘জেলা কারাগারে কয়েদীদের প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল ¯্রােতে ফিরিয়ে আনা হচ্ছে। এর মাধ্যমে বন্দীরা বিভিন্ন কর্মে অভিজ্ঞতা অর্জনসহ কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। অনেক স্বল্প মেয়াদী সাজাপ্রাপ্ত কয়েদিগণ এখান থেকে প্রশিক্ষিত হয়ে মুক্ত জীবনে তারা এ কর্ম করে জীবিকা নির্বাহের পথ বেছে নিতে পাববে। বিশেষকরে মাদকাসক্তবন্দিগণ এ প্রশিক্ষণ থেকে বেশি উপকৃত হবে। মুক্ত জীবনে তাদের এ কর্ম ধরে রাখলে কর্মের ব্যস্ততায় মাদক সেবন থেকে দূরে থাকতে সমর্থ হবে। উপস্থিত সকলের প্রতি কৃতষ্ণতা জ্ঞাপন করেন এবং জেলা কারাগারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রোকনুজ্জামান সরকার, জেলা সমাজসেবা’র উপপরিচালক মোঃ রাশেদুল কবীর,পাবনা জেলা কারাগারের জেলার মোঃ আব্দুল্ল্যাহেল আল-আমিন, বেসরকারি কারা পরিদর্শক, পাবনা জেলা কারাগার’র ইদ্রিস আলী বিশ্বস।