কিয়েভের কেন্দ্রস্থলে বিকট বিস্ফোরণ

কিয়েভের কেন্দ্রস্থলে বিকট বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে শুক্রবার সকালে দু’টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পশ্চিমা সমর্থিত রাশিয়ার প্রতিবেশি এ দেশে মস্কোর সৈন্যরা আগ্রাসন শুরু করার এক দিন পর এ সব শব্দ শোনা গেল। এএফপি’র এক সাংবাদিক এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ব্যাপক পরিসরে স্থল আগ্রাসন ও বিমান হামলার ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার ইউক্রেনের বিভিন্ন নগরীতে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায় ও কামানের গোলাবর্ষণ করে। এতে প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে বেসামরিক নাগরিকরা বিভিন্ন মেট্রো স্থাপনায় আশ্রয় নেন।

রাশিয়ার হানাদার বাহিনী ইউক্রেনের একেবারে ভিতরে ঢুকে পড়ার প্রতি জোর দেয়ায় কিয়েভের উপকণ্ঠে ব্যাপক যুদ্ধ বেধে যায়। এ দিকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার আগ্রাসনের জবাবে মস্কোর বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করছে।

বৃহস্পতিবার রাশিয়ার ছত্রী সেনারা কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত গোস্তমাল বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। ছত্রী সেনারা বেলারুশ অভিমুখ থেকে বিভিন্ন হেলিকপ্টার ও যুদ্ধ বিমানে করে এসে সেখানে অবতরণ করে।


ইউক্রেন প্রেসিডেন্ট ভøাদিমির জেলানস্কি শুক্রবার সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়ার ‘নাশকতা গ্রুপ’ কিয়েভে ঢুকে পড়েছে এবং তিনি দেশের নাগরিকদের এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।